কবিতা পর্যালোচনা ‘মুহুর্তের রঙ বিষাদ’


বৃহস্পতিবার,০১/০২/২০১৮
3284

আপ্পি হোসেন:

মুহুর্ত দিয়ে ঘেরা আমাদের জীবন, মুহুর্তের কাছে বন্দী আমরা সবাই। মানুষ মুহুর্তকে নিয়ে বাঁচে, আবার মরেও। মুহুর্তের রঙ হয়- সকলে সেই রঙ দেখতে পায়না বা অনুভব করতে পারে না, কিন্তু কবি পারে, একজন কবির সেই গুন থাকে- হয়ত জন্মগত কিংবা অর্জিত সেই গুন। কবি বৈজয়ন্ত রাহা তার চোখ আর অনুভব দিয়ে এমনই কিছু মুহুর্তগুলিকে ধরে ধরে অনায়াস দক্ষতায় কবিতা রুপে সাজিয়ে তুলতে পেরেছেন। আর এবার (২০১৮) কলকাতা বইমেলায় কবির নিবেদ

‘মুহুর্তের রঙ বিষাদ’.! অসময় প্রকাশনী থেকে প্রকাশিত এই কাব্যগ্রন্থের বিশেষত্ব হলো ছাপ্পান্নটি মুহুর্তকে শিরোনামহীন কবিতা আকারে পর্যায়ক্রমে উপস্থাপিত করা। কবির কলমে আঁকা মুহুর্তের সেই দৃশ্যগুলি জীবন যাপন থেকে সামাজীক চালচিত্রের কোলাজ রুপে চিত্রায়িত হয়েছে তাতে তার পরিণত ও দক্ষ কবিসত্ত্বার পরিচয় পাওয়া যায়, যেটি যথেষ্ট অভিনবত্ব এবং কৃতিত্বের দাবী রাখে।

“যারা মুখে আলো নিয়ে ঘুরে বেড়ায় তাদের মাথার পিছনে সবচেয়ে অন্ধকার/
যারা বেঁচে আছে, তাদের ভিতর সব নদীগুলো মরে গিয়েছে/
যারা বাতাসের সাথে হেঁটে যেতে চায়, তাদের পিছুটান সবচেয়ে বেশি/
এসব কথা লিখে রাখতে গিয়ে আলো ফুরিয়ে এলো/ ”
–বৈজয়ন্ত রাহা বাংলা সাহিত্যের একজন স্বনামধন্য এবং প্রতিষ্ঠিত কবি। এযাবৎ কবির নটা কাব্যগ্রন্থ এবং বহু পত্র-পত্রিকায় নিয়মিতভাবে তার লেখনী প্রকাশিত এবং পাঠক সমাজে সমাদৃত হয়ে আসছে। শব্দ সাজানো এই কারিগর
তার অনুভব দিয়ে নির্মাণ করেছেন সুনিপুণ চালচিত্র, যেমন এই লেখাটি-
“তুমি কি মেসেজ পাঠিয়েছিলে?/
আসবে না লিখেছিলে মা কে? /
সোনা কাকা? /

…সেই থেকে মা আলো দেখে না। /
সেই থেকে আমি রাস্তায়।/”
–নিতান্ত কিছু সাধারণ কথারা ভাবনার গভীরতায় পাঠককে হতবাক করে দেয়।
“ওরা শীতের রঙে তোমাকে রাঙাবে/
এই শহর, আগুন আর দীর্ঘশ্বাসের মধ্যে কয়েকবার মৃত্যুকে জন্মাতে দেখব আমি/”
–চেতনায় নাড়া দেওয়া এমনি সব বাক্য উঠে এসেছে কবির কলমে–
” খুঁটে যাচ্ছো খুঁটে যাচ্ছো খুঁটে খাচ্ছো দেশ/
খিদে তোমার আকাশচুম্বী আকাশ নিরুদ্দেশ/”

–হ্যাঁ এরকমই কিছু অসাধারণ কাব্যকথার অভিরূপ পাঠককে মুহুর্তের সাথে সাথে ভাবিত এবং চমকিত করে দেবার জন্য যথেষ্ট !– আধুনিক কবিতার বাহক এই সময়ে স্বনামধন্য কবি বৈজয়ন্ত রাহার অনবদ্য এই কাব্যগ্রন্থ টি কলকাতা বইমেলায় পাবেন ‘অসময় প্রকাশনী’র স্টলে। 
স্টল নম্বর – ৪৩১

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট