সুস্মিতা সরকার, বাংলা এক্সপ্রেস: তিলোত্তমা ও পার্শ্ববর্তী শহরতলী বাসিন্দাদের জন্য সুখবর এনে দিল মেট্রো রেল কর্তৃপক্ষ। চলতি বছরেই যুবভারতী ক্রিড়াঙ্গন থেকে সেক্টর ফাইভ অবধি মেট্রো চলাচল শুরু হবে। প্রস্তাবিত ফুলবাগান থেকে সেক্টর ফাইভ অবধি মেট্রো চলাচল সম্ভব না হলেও এ বছরের ডিসেম্বরের মধ্যেই তা চালু হয়ে যাবে বলে আশ্বস্ত করেছেন তারা। ৫.৮ কিলোমিটার যাত্রাপথে মোট ছয়টি স্টেশন কভার করবে মেট্রো যথাক্রমে স্টেডিয়াম, বেঙ্গল কেমিক্যাল, সিটি সেন্টার, সেন্ট্রাল পার্ক, করুনাময়ী ও সেক্টর ফাইভ।
যুবভারতী থেকে সেক্টর ফাইভ, পুজোর আগেই চলবে মেট্রো:
মঙ্গলবার,১৩/০২/২০১৮
834