চাউনিতেই মুগ্ধ নেটিজেনরা, তবু সমালোচনার মুখোমুখি দক্ষিণ সুন্দরী


মঙ্গলবার,১৩/০২/২০১৮
1439

সুস্মিতা সরকার, বাংলা এক্সপ্রেস:
তার চাউনিতেই ঘায়েল হয়েছে আট থেকে আশি। প্রিয়া প্রকাশ ভ‍্যারিয়ার, নেটিজেনদের কাছে অতি পরিচিত একটি নাম। ট‍্যুইটার- ফেসবুক- ইস্টাগ্ৰাম সব জায়গায় এই নাম ও ছবি ভাইরাল হয়ে গিয়েছে।
সম্প্রতি মালায়ালম ছবি “ওরু আদার লাভ” এর “মানিক‍্য মালায়ালাম পুভি” গানটি প্রকাশিত হয়েছে। যেখানে মাত্র কয়েক সেকেন্ডের জন্য প্রিয়ার মুখটি দেখা গিয়েছে। গানের মূল বিষয়বস্তু টিনেজ প্রেম, স্কুল লাইফের সেই “লাভ এট ফার্স্ট সাইট” এর মত। গানটির সুরকার শান রহমান, গেয়েছেন বিনীত শ্রীনিবাসন্। ইতিমধ্যে ৪০ লক্ষের ও বেশিবার দেখা হয়ে গিয়েছে ভিডিওটি ইউটিউবে। তবু সমালোচনা পিছু ছাড়েনি কেরল কন‍্যার। তার কিছু  সাধারণ ছবি সোস‍্যাল মিডিয়ায় প্রকাশ করে ট্রোল করতে থাকে বেশ কিছু পেজ। আবার কেউ কেউ প্রতিবাদ ও জানায় তার। তবে সমস্ত কিছুর উর্ধ্বে গিয়ে প্রেম দিবসের আগে সকল হৃদয় জয়ে যথাযথ সাফল্য পেয়েছে প্রিয়া।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট