মদ‍্যপ অবস্থায় বঁটির কোপ বৃদ্ধ বাবাকে, অভিযুক্ত ছেলে: 


শুক্রবার,১৬/০২/২০১৮
1049

সুস্মিতা সরকার:  মদ‍্যপ অবস্থায় প্রথমে বঁটির কোপে গুরুতর জখম করলেন বাবাকে এরপর বৃদ্ধ বাবাকে টেনে হিঁচড়ে শৌচাগারে বন্ধ করে রাখলেন। এমনভাবেই নিজের ছেলের হাতে অত‍্যাচারিত হলে বছর ৭৯ এর নীলরতন দত্ত। ছেলের এমন পৈশাচিক কর্মকান্ড দেখে নীলরতন বাবুর বৃদ্ধা স্ত্রী। ফোন করে নিজেই সমস্তটা জানালেন চেতলা থানার পুলিশ কে।
       পুলিশের তথ্য অনুযায়ী, অভিযুক্তের নাম রজত দত্ত। মদ‍্যপ অবস্থায় প্রায়শই সে তার বাবা মায়ের উপর অত‍্যাচার চালাত। প্রতিদিনই সে মদ‍্যপ অবস্থায়ই বাড়ি ফিরত এমনটাই অভিযোগ করেন তার মা। এদিন বাড়ি এসেই বঁটি এনে বাবার গায়ে কোপ বসায়। তারপর টেনে নিয়ে যায় শৌচাগারে। নীলরতন বাবুর স্ত্রীর চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। পুলিশ এসে তাকে গ্রেপ্তার করা অবধি রজত বাবুকে আটকে রাখেন তারা। এরপর, আহত নীলরতন বাবুকে হাসপাতালে ভর্তি করা হয়।
Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট