মুক্তির মাত্র কয়েকটা দিন, প্রথম ট্রেলারেই চমক “পরী”র: 


শুক্রবার,১৬/০২/২০১৮
1691

সুস্মিতা সরকার,বাংলা এক্সপ্রেস:   শুধু মাত্র অভিনেত্রী হিসেবেই নয় প্রযোজক হিসেবেও নিজের যোগ্যতার পরিচয় দিয়েছেন তাঁর প্রথম ছবিতেই। অনুষ্কা শর্মার নিজের প্রযোজনায় “পরী” দ্বিতীয় ছবি। এবারও পর্দায় ফুটিয়ে তুললেন এমন এক গল্প যা নিমেষেই জয় করে নিল দর্শকের মন। ফাস্ট লুক থেকে শুরু করে পোস্টার কিংবা স্ক্রিমার টিজার সবেতেই চমকের ছড়াছড়ি। প্রথম ছবির মত এখানেও প্রধান ভূমিকায় রয়েছেন অনুষ্কা শর্মা নিজেই। তাছাড়াও পরমব্রত চট্টোপাধ্যায় রয়েছেন অন‍্যতম গুরুত্বপূর্ণ ভূমিকায়।
        দেড় মিনিটের ট্রেলারটি দেখে অনেকেরই শিরদাঁড়া দিয়ে বয়ে গিয়েছে ঠান্ডা স্রোত, দ্রুত হয়েছে হৃদস্পন্দন। ট্রেলার দেখলেই বোঝা যাবে কেন বলা হয়েছে “দিস হোলি, দ‍্য ডেভিল ইজ আউট টু প্লে” । নবাগত পরিচালক প্রোসিত রায় জানিয়েছেন, “পরী” ছবির মাধ্যমে ভারতের সিনেমা জগতে শুরু হবে হরর্ ফিল্মের নতুন এক অধ‍্যায়, যা দর্শকদের মনকে ছুঁয়ে যাবে বলেই আশা করছেন তিনি। এখন অপেক্ষা শুধু ছবিটি মুক্তির। অনুষ্কা ও পরমব্রত ছাড়াও ছবিতে রয়েছে রজত কাপুর ও রিতাভরী চক্রবর্তীর মত নাম করা তারকারা। আগামী ২রা মার্চ মুক্তি পাবে “পরী”।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট