এক্ সে বড়কার এক্:


শনিবার,১৭/০২/২০১৮
1605

সুস্মিতা সরকার:   রিলায়‍্যেন্স জিও বাজারে আসার পর কম বেশি প্রায় প্রতিটি সংস্থাই লোকসানের সম্মুখীন হয়।  ব্যতিক্রমী নয় এয়ারটেলর মত সংস্থাও। তবে হাল ছাড়েনি এই কোম্পানিটি। এই মুহূর্তে রিলায়‍্যেন্স জিওকে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি ফেলে দিল এয়ারটেলের নতুন ৯ টাকার প‍্যাকেজটি।
    সাম্প্রতিক ক্রমাগত পোস্টপেইড ও প্রিপেইড দুই রকমের গ্ৰাহকদের জন্যই নানারকম অফার নিয়ে এসেছে এয়ারটেল। শুক্রবার আরও একটি প‍্যাকেজ বাজারে নিয়ে এলো তারা। ৯ টাকার রিচার্জে ১দিন আনলিমিটেড লোকাল, এসটিডি ও রোমিং কল। তার সাথে ১০০টি এসএমএস ও ১০০ এমবি ডেটা ও দেওয়া হবে। জিও তেও প্রায় একই রকম একটি অফার আছে তবে ১৯ টাকায়। সেখানে আনলিমিটেড লোকাল ও এসটিডি কল, ২০টা এসএমএস ও ১৫০ এমবি 4G ডেটা দেওয়া হবে। তবে, সংস্থাগুলির মধ্যে ট‍্যারিফ যুদ্ধ হলেও লাভবান হচ্ছে আদতে গ্ৰাহকরাই।
Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট