বিশ্বজুড়ে ভালো বিজনেস করছে “প‍্যাডম‍্যান”, তবু খুশি নন অক্ষয়:


রবিবার,১৮/০২/২০১৮
1423

সুস্মিতা সরকার:  অক্ষয় কুমার,রাধিকা আপ্তে ও সোনাম কাপুর অভিনীত “প‍্যাডম‍্যান” মনমুগ্ধ হয়ে গিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা( WHO)। WHO এর উদ্যোগেই পৃথিবী জুড়ে এই ছবি দেখানো হবে। “প‍্যাডম‍্যান” রিলিজ করেছে প্রায় এক সপ্তাহ হয়ে গিয়েছে। রাজ‍্যে রাজ‍্যে এই ছবির প্রদর্শন নিয়ে বেশ প্রতিক্রিয়া ও তৈরি হয়েছে। কিন্তু উওরপ্রদেশ, বিহার ও হরিয়ানায় মহিলাদের ছবিটি দেখতে বাধা হয়ে দাঁড়াচ্ছে পুরুষেরা। এবিষয়ে অক্ষয়কুমার বলেন, “দেশ ও দেশের বাইরে মিলিয়ে আমার ছবি এখনও পর্যন্ত যা আয় করেছে তাতে আমি খুশি। এখনো অবধি সব মিলিয়ে দুশো কোটির ব‍্যবসা এই ১৮কোটির ছবিটি। কিন্তু আমাদের মূল উদ্দেশ্য তা ছিল না। ২০১৮ সালে এসেও দেশের শতকরা ৮২ শতাংশ মহিলারা স‍্যানিটারি ন‍্যাপকিন ব‍্যবহার করেন না। মানুষের মধ্যে এই অজ্ঞনতা ও ভয়কে কাটিয়ে তোলাই আমাদের মূল উদ্দেশ্য ছিল। কিন্তু এখানে বাড়ীর পুরুষরাই বাধা হয়ে দাঁড়াচ্ছে! এ ঘটনা অত্যন্ত লজ্জাজনক।”
Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট