সাউথ আফ্রিকায় প্রথম T20 তে জয় ভারতের:


রবিবার,১৮/০২/২০১৮
1868

বাংলা এক্সপ্রেস:  জোয়ান্সবাগের প্রথম দিনের T20 ম‍্যাচ নিয়ে নিল ভারত নিজের ঝুলিতে। টসে জিতে সাউথ আফ্রিকার ক্যাপ্টেন জে.পি ডুমিনি প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। ভারত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৩ রান করে।ব‍্যাটিং_ এ  শিখর ধাওয়ান ৩৯ বলে ৭২ করে রেকর্ড গড়লেন। উত্তরে সাউথ আফ্রিকা ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে করে ১৭৫ রান।বোলিং এ ভুবনেশ্বর কুমার পাঁচটি উইকেট নিয়ে হয়ে যান “ম্যান অফ দ্যা ম্যাচ”।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট