বন্ধ হতে চলেছে “ভজগোবিন্দ”র বাংলা রিমেক:


শনিবার,২৪/০২/২০১৮
1751

বাংলা এক্সপ্রেস:  গতবছরের শেষের দিক ঘোষণা হয় নতুন “স্টার ভারত” চ‍্যানেলের জন্য বাংলা জনপ্রিয় সিরিয়াল “ভজ গোবিন্দ”র বাংলা রিমেক ” জয় কানহাইয়া লাল কি” তৈরি হবে। বাঙালী দর্শক এটা জেনে খুশি হয় যে এই হিন্দি সিরিয়ালের শ‍্যুটিং পুরোটাই হবে কোলকাতায়। তবে কলকাতায় এই প্রথম কোনো হিন্দি সিরিয়ালের শ‍্যুটিং হচ্ছে তা নয়, তবে খুশির সংবাদ এটাই ছিলো এই ধারাবাহিকের অধিকাংশ অভিনেতা অভিনেত্রী বাঙালি। এবছরের শুরুতেই শ‍্যুটিং শুরু করে সম্প্রচার ও শুরু হয়ে যায় “জয় কান্দাইয়া লাল কি”।
    তবে সম্প্রতি টেলিপাড়ায় কানপাতলেই গুজব শোনা যায়, আগামী মাসের মধ্যেই অর্থাৎ মার্চের মাঝামাঝিই শেষ হতে চলেছে এই ধারাবাহিকটি। শোনা যাচ্ছে, ধারাবাহিকটির টিআরপি প্রথম থেকেই অনেক নীচে। অর্থাৎ দর্শক যতটা উৎসাহিত ছিলেন ধারাবাহিকটি তৈরি হওয়া নিয়ে ততটা খোলা মনে এটিকে গ্ৰহন করতে পারেনি। কম রেটিং এর জন্য কম সময়ে চলে বন্ধ হয়ে যাওয়া সিরিয়াল নজিরবিহীন নয়, সেক্ষেত্রে সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ হন প্রযোজক, পরিচালক, অভিনেতা অভিনেত্রী সকলে। তবে এক্ষেত্রে শুধু কম রেটিংই এর জন্য দায়ী নয়। বাঙালী অভিনেতা অভিনেত্রী দের হিন্দি উচ্চারণে সমস্যা, প্রধান দুই মুখ্য চরিত্র শ্বেতা ভট্টাচার্য ও বিশাল বশিষ্ঠর হিন্দির বাচনভঙ্গি বেশ দুর্বল বলে জানিয়েছেন। মূলত সেই  কারন বশতঃ ধারাবাহিক টি বন্ধের কথা শোনা যাচ্ছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট