নতুন ফিচার্স আনছে হোয়াটস আ্যাপ,সাথে নতুন চমক


বৃহস্পতিবার,০৮/০৩/২০১৮
4169

‌ডি‌জিটাল ডেক্স:

এবার এই আ্যপে থাকবে গ্রুপ ড্রেস্ক্রিপশান অপশান,এর মানে কোন গ্রুপের বিষয়ে বিস্তারিত লিখতে পারবেন আপনি।নতুন চমক দিতে চলেছে গ্রাহকদের হোয়াটস আ্যপ তা বলাই যায়। সাধারণত সারাদিন ধরে বিভিন্ন গ্রুপের মাধ্যমে আপনি আপানার প্রিয়জন দের সাথে কথা বলেন।তাছাড়া রয়েছে ভিডিও কলের অপশান।

বলা যেতে পারে এই নতুন চমক সকল কে চমকে দেবে।সাধারণত বিভিন্ন গুরুত্বপূর্ণ কথোপকথন হোক বা প্রিয়জন দের সাথে আড্ডার এক অন্যতম মাধ্যম হিসাবে বর্তমানে এই আ্যপের চাহিদা শীর্ষ। সবমিলিয়ে বলা যেতে পারে গ্রুপের এই সুবিধা পাবে আ্যন্ডয়েড ও উইন্ডোজ এর বিটা ভার্সানে।৫০০ শব্দের মধ্য গ্রুপের ড্রেস্ক্রিপশান আপনি লিখতে পারবেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট