বাংলার রক সম্রাটকে স্ত্রী রূপসার উপহার


বৃহস্পতিবার,০৮/০৩/২০১৮
2124

নিজস্ব সংবাদদাতা:

বাংলা ব্যন্ডের জগতে অত্যন্ত পরিচিত নাম রুপম ইসলাম। তার গানের লিরিক্স সহজেই নজর কেড়েছে দর্শকদের । ২১ফেব্রুয়ারি  মুক্তি পেল বাংলার রকস্টার রূপম ইসলামের নতুন মিউজিক ভিডিও, ‘আমি তোমায় ভালবাসি’। গানটি ইউটিউবে মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই সাড়া ফেলেছে রূপম ও ফসিলস-এর অনুগামীদের মধ্যে।

কিন্তু ‘আমি তোমায় ভালবাসি’ আরও একটু স্পেশাল কারণ এই গানের লিরিকস ভিডিওটি বানিয়েছেন রূপমের জীবনসঙ্গিনী রূপসা দাশগুপ্ত। রুপম ইসলামের লিরিক্স এর আগেও সাড়া ফেলে দিয়েছিল। তবে এই উপহার সাড়া ফেলে দিয়েছে তার ফ্যানদের মধ্য। ইতিমধ্য ইউ টিউবে ভিউয়ারস দের সংখ্যা দেখলে তা সহজেই অনুমেয়। গানটির লিরিক্স লিখেছেন তার স্ত্রী রূপসা দাশগুপ্ত। মুক্তির সঙ্গে সঙ্গেই প্রায় ইউটিউব ট্রেন্ডিংয়ে দ্বিতীয় নম্বরে পৌঁছে যায় মিউজিক ভিডিওটি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট