বাংলা এক্সপ্রেস: আগামী ১৭ই মার্চ ও ২৪শে মার্চ সেনকো গোল্ড এন্ড ডায়মন্ড আয়োজিত সঙ্গীত প্রতিযোগিতা “আমি গান শোনাবো” অনুষ্ঠিত হতে চলেছে। বসিরহাট কলেজ পাড়ার ফাল্গুনী সিনেমা হলের কাছাকাছি অবস্থিত সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডের শাখায় এটি অনুষ্ঠিত হবে। নাম নথিভুক্তকরনের শেষ দিন আগামী ১৫ই মার্চ বৃহস্পতিবার। ১৭ই মার্চ সকাল ১০:৩০ থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে গ্ৰান্ড অডিশন।
অডিশনে সিলেক্টেড প্রতিযোগিদের ডেকে নেওয়া হবে আগামী ২১শে মার্চ গ্ৰুমিং এর জন্য। ২৪শে মার্চ সকাল ১০:৩০ থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৩০জন প্রতিযোগীকে নিয়ে বসিরহাট কলেজ পাড়ার সেনকো গোল্ড এন্ড ডায়মন্ড শাখাটিতে অনুষ্ঠিত হবে সেমি ফাইনাল। সেখান থেকে ১০জন প্রতিযোগী সুযোগ পাবেন ফাইনালে অংশ গ্ৰহন করার। সম্পূর্ণ অনুষ্ঠানটির ডিজিটাল মিডিয়া পার্টনার হিসেবে থাকছে বাংলা এক্সপ্রেস। নাম বুকিং ও অন্যান্য তথ্য বিষয়ক জানতে যোগাযোগ করুন ৯৪৩৪৮০১৮৮০ এবং ৯৭৭৫৯৭৮১১০ নম্বরে।
Auto Amazon Links: No products found.