রাজারহাট বিএলআরও অফিসের উদ্বোধন


বুধবার,১৪/০৩/২০১৮
703

সত্য‌জিৎ মন্ডল:

সম্প্রতি উদ্বোধন হল রাজারহাট BLRO অফিসের দ্বিতীয় তল। আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজারহাট পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর কর মহাশয়।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজারহাট ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অনির্বাণ দত্ত মহাশয়। উল্লেখ্য বাগুইআটি জোড়ামন্দির থেকে রাজারহাট চৌমাথা পর্যন্ত কংক্রিট রাস্তা সম্প্রসারণের জন্য ২১১ রোডে ভাঙা পড়েছে একাধিক দখলি দোকান, সরকারি বেসরকারি অফিস।

ফলে দ্রুত উপযুক্ত প্রতিস্থাপন নির্মাণ ছিল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে চ্যালেঞ্জ। নবনির্মিত বিএলআরও অফিসের উদ্বোধনে প্রবীর বাবু বলেন, আপনাদের কাছে কাজ নিয়ে এসে কারোর যেন অযাথা ঘুড়তে না হয়, আপনারা সাধ্যমতো করে দেওয়ার চেষ্টা করবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট