উওরপ্রদেশ ও বিহারের উপনির্বাচনে বিজেপি পতন


বৃহস্পতিবার,১৫/০৩/২০১৮
719

বাংলা এক্সপ্রেস: 
ত্রিপুরা বিধানসভার নির্বাচনে পুরো উল্টো ছবি ধরা দিল  উত্তরপ্রদেশ ও বিহারে।  উপনির্বাচনের ভোটগণনার সময় থেকে আশঙ্কা সৃষ্টি হয়েছে। দিল্লিতে ও যে তার প্রবল প্রভাব পড়েছে তা বলাই বাহুল্য। এই দুই রাজ‍্যের শাসক দলই বিজেপি কিন্তু দুই রাজ‍্যেই উপনির্বাচনে মুখ থুবড়ে পড়ল তারা।
উত্তরপ্রদেশের গোরক্ষপুর ও ফুলপুরের ভোটের ফলাফল নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। গোরক্ষপুরে বিজেপি প্রার্থী উপেন্দ্র দত্ত শুক্লাকে হারিয়ে জয়ী হয়েছেন প্রবীণ কুমার। অন‍্যদিকে ফুলপুরে প্রায় ৬০ হাজার ভোটে বিজেপি প্রার্থী কৌশলেন্দ্র সিং প‍্যাটেলকে হারিয়ে জয়ী হলেন নগেন্দ্রপ্রতাপ সিং প‍্যাটেল।
অন‍্যদিকে বিহারের আরারিয়া লোকসভা কেন্দ্র ও জোহানাবাদ বিধানসভা পরাজিত বিজেপি প্রার্থীগন। আরজেডির কুমার মিশ্র মোহন জোহানাবাদে জয়ী হয়েছেন। একমাত্র ভাবুয়া কেন্দ্রই জয় লাভ করেছে বিজেপি। সম্পূর্ণ অচল হয়ে পড়েছে কংগ্রেস।
এদিন দুপুরেই উপনির্বাচনে জয় লাভের জন্য আরজেডির লালুপ্রসাদ যাদব কে ট‍্যুইট করে অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট