নির্মল বাংলা পালনে রেলি


শুক্রবার,১৬/০৩/২০১৮
1030

মোহাঃ বেলাল উদ্দিন মন্ডল :

নির্মল বিদ্যালয় একটি সমাজ কল্যাণ মূলক কাজ যার সহজে সকলকে সচেতন করে তুলে সম্ভব সেটা লক্ষ রেখে বেলডাঙ্গা-১ এর ভাবতা-২ গ্রাঃপঃ এর ৪০ নং রামেশ্বরপুর নিম্নুবুনিয়াদি বিদ্যালয়ে মিশন নির্মল বাংলা নিয়ে একটি রেলি বের করা হয়।

উপস্থিত,উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুজ্জামান সাহেব ও সহকারী শিক্ষক শিক্ষিকা বৃন্দ,ভাবতা -২ জিপি এক্জিকিউটিভ শিবলাল হেমব্রম ও ব্লক কমিউনিটি ফেশিলিটিটেটর-আব্দুল মালেক ও আবু সেলিম মল্লিক। মোহাঃ আব্দুল মালেক জানান আমাদের লক্ষ্য শুধু ভাবতা-১,বা ২ নয় আমাদের লক্ষ্য মাননীয় বিডিও বেলডাঙ্গা-১ শুভ্রাংশু মন্ডল মহাশয় ও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সপ্নের প্রকল্প মিশন নির্মল বাংলার কাজকে সফল করা। তাই আমাদের শপথ বেলডাঙ্গা -১ কে নির্মল করবোই ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট