ঘোষণা করা হল কর্ণাটকে ভোটের দিন


মঙ্গলবার,২৭/০৩/২০১৮
505

খবর সুদীপ্ত রায়:
সাম্প্রদায়িক ধর্মীয় বিবাদের মধ‍্যেই কর্নাটকে বেজে উঠল ভোটের বাদ‍্যি। ১২ই মে ভোট হবে দক্ষিনের এই রাজ‍্যে। ১৫ই মে ফলাফল প্রকাশ হবে। আজ নির্বাচন কমিশন ঘোশনা করেছেন। মুখ‍্য নির্বাচন কমিশনার ওম প্রকাশ রাওয়াত, নির্বাচন কমিশনার সুনীল আরোরা ও অশোক লাবাশা জানিয়েছেন
ভোটের জন‍্য নোটিশ জারি হবে ১৭ই এপ্রিল। মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৪শে এপ্রিল। কর্ণাটক ভোটে ক্ষমতাশীল কংগ্রেস ও বিরোধী শিবির বিজেপি এই দুই পক্ষের মধ‍্যে হাড্ডাহাড্ডি লড়াই হবার সম্ভাবনা রয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট