ফোন রিভিউ – ভিভো V9

রাজু আলম:

ফোনটির রিভিউ করার আগে দেখে নেওয়া যাক ফোনটির কনফিগারেশন। ফোনটিতে আছে ৬.৩ ইঞ্চি Full HD ডিসপ্লে , স্নাপদ্রাগন কুয়াটকর প্রসেসর, ৪ জিবি RAM, ৬৪ জিবি স্পেস, যা মেমোরি কার্ড স্লটে বাড়ানো যেতে পারে, ব্যাটারি ৩২৬০ mAh , রিয়ের ক্যামেরা ১৬ মেগাপিক্সচেল + ৫ মেগাপিক্সচেল এবং সামনের ক্যামেরা এর জন ২৪ মেগাপিক্সচেল ব্যবহার করা হয়েছে । ফোনটির পিছনে আছে ফিঙ্গের প্রিন্ট স্ক্যানার । ফোনটির আর একটি বিশেষত্ব হোল ফোনটিতে আছে “ফেস আনলকার সিস্টেম” ।

ফোনটির ডিজাইন আনেক টাই অ্যাপেল iPhone ১০ এর থেকে কপি করা । যারা অ্যাপেল iPhone ১০ কিনতে চাইছেন কিন্ত বাজেট কম এবং যারা সেলফি ভালোবাসেন তারা এই ফোনটি কিনতে পারেন ।

ফোনটিতে ৪ জিবি RAM এর কথা বলা হয়েছে , যেটি DDR3 , না হয়ে DDR4 হোলে ভাল হতো । ফোনটিতে ৩২৬০ mAh ব্যাটারি ব্যবহার হলেও তাতে ফাস্ট চারজিং এর আপসান নাই । সবচেয়ে বড় কথা , যেটা আমাকে অবাক করেছে, ফোনটির ডিজাইন পুরাটাই প্লাসটিক এর । এছাড়া ফোনটিতে কানেক্টিভিটির জন্য  মাইক্রো এইচডি পোর্ট ব্যাবহার করা হয়েছে , যেখানে Type C বাবহার হোলে ভাল হতো ।

তবে যারা সেলফি নিতে ভালোবাসেন তাদের জন্য ফোনটি আদর্শ, এর ২৪ মেগাপিক্সচেল ক্যামেরা খুব সুন্দর সেলফি তুলতে সক্ষম । ভিভো V ৯ পুরপুরি ভাবে অ্যাপেল iPhone ১০ কে অনুকরন করার চেষ্টা করেছে । ভিভো ফোনটির দাম রেখেছে ২২৯৯০ টাকা, যা আমার মতে ১২০০০ থেকে ১৫০০০ মধ্যে হোলে ভাল হতো ।

 

admin

Share
Published by
admin

Recent Posts

সুন্দরী বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া: এক অভিনয়ীর সাহসিক পথ

বলিউডের স্বপ্নপূরণে সাহসের চেতনার প্রতীক পরিণীতি চোপড়া। টানা এক দশক ধরে চলচ্চিত্রে অভিনয় করছেন এই…

3 days ago

আমার মতো অনেকেই নিতম্ব দেখেননি : নোরা ফাতেহি

বলিউডের বোম্ব শেল, নোরা ফাতেহি, প্রথমে ছিলেন একজন আইটেম গার্ল। তিনি নাচের মাধ্যমে শুরু করেন…

3 days ago

পাঁচজনের সঙ্গে নেহা’র অতীত জীবন কেমন ছিল!

বলিউডের চলতি প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কক্কর। তিনি ১৯৮৮ সালের ৬ জুন উত্তরাখণ্ডে জন্মগ্রহণ করেন।…

3 days ago

তৃতীয় দফায় রাজ্যের চারটি লোকসভা কেন্দ্রে নির্বাচন

তৃতীয় দফায় রাজ্যের চারটি লোকসভা কেন্দ্রে নির্বাচন। মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ। এই…

3 days ago

নজরে মুর্শিদাবাদ, মাত্র দুটি কেন্দ্রে ১০০ কোম্পানি?
মুর্শিদাবাদের জন্য আর কি কি সতর্কতা নিচ্ছে কমিশন?

তৃতীয় দফায় ভোট রয়েছে মুর্শিদাবাদে। জঙ্গীপুর ও মর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের ভোটাররা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ…

3 days ago

অধীরকে গো ব্যাক স্লোগান, কমিশনে নালিশ কংগ্রেসের, জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব

মুর্শিদাবাদের নওদায় তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শেখ সফিউজ্জামান হাবিবের বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানালো কংগ্রেস। নওদায়…

3 days ago
https://www.banglaexpress.in/ Ocean code: