ক্রিকেটার থেকে অন‍্য পেশায় পাঠান


রবিবার,০১/০৪/২০১৮
955

সুদীপ্ত রায়:
ক্রিকেটার থেকে অন‍্য পেশায় পাঠান ! আই পি এল এ দল না পেয়েই নয়া সিধান্ত পাঠানের। বহুদিন বাইশ গজের বাইরে জাতিয় দল তো বটেই বারোদাররঞ্জি  দলেও জায়গা পান না ইরফান। আই পি এল এ দল পাননি তাই অভিমানেই হয়তো ক্রিকেট খেলা ছেড়ে দিল ইরফান পাঠান। তিনি এবার কচিং এর ভূমিকায় জম্বু কাশ্মিরের কোচ হিসাবে আত্বপ্রকাশ করতে চলেছেন আগামী রঞ্জিতেই। পাঠান বহুদিন ধরেই বাইশ  গজের বাইরে জাতিয় দল তো বটেই বারোদাররঞ্জি দলেও জায়গা পাননা তিনি তাই তার কোচিং খোলার সিধান্ত অনেকটাই প্রতাশিত।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট