উত্তর দিনাজপুর,রায়গঞ্জ:
প্রতিদিন মদ খেয়ে গভীর রাত পর্যন্ত চেঁচামেচি করার প্রতিবাদ করায় এলাকার বয়স্ক মহিলাদের পিস্তল দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠলো এলাকার কয়েকজন যুবকের বিরুদ্ধে। রায়গঞ্জ পুরসভা সংলগ্ন বন্দর কেওটপাড়ায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। এলাকার মানুষ আতঙ্কে রাতেই রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করে দুস্কৃতীদের গ্রেপ্তারের দাবী জানিয়ে। এই ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করেছে।
জানা গেছে রায়গঞ্জ পুরসভা এলাকার কেওটপাড়ায় প্রতিদিন বাইরের কয়েকজন যুবককে সাথে নিয়ে অনেক রাত অবধি মদের আসর বসায় এলাকার যুবক বাবু সাহা, ফিরোজ, সানি ও অন্যান্যরা। প্রতিদিন রাতে মদ খেযে চিত্কার চেঁচামেচি করায়
শনিবার রাতে এলাকার এক বয়স্ক মহিলা আশা রায় চৌধুরী তাদের চিত্কার চেঁচামেচির প্রতিবাদ করায় পিস্তল নিয়ে তেড়ে আসে বাবু সাহা নামে এলাকার এক যুবক। ওই মহিলাকে ধাক্কা দিতে দিতে অনেক দূরে নিয়ে যায় দুষ্কৃতীরা বলে অভিযোগ। ঘটনায় অতঙ্কিত হয়ে পড়েন আশাদেবী।
ঘটনার প্রতিবাদ করতে আসা অন্য এক মহিলা উমা সাহাকেও বাবু সাহা হুমকি দেয় বলে অভিযোগ। এরপরেই দিন পাড়ার মহিলারা একজোট হয়ে রায়গঞ্জ থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ এই ঘটনায় এখনও পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করেছে। সোমবার তাদের রায়গঞ্জ কোর্টে তোলা হয় ।
Auto Amazon Links: No products found.