হাসপাতালে বসেই পঞ্চায়েত নির্বাচন প্রার্থী বাছাই করে চলছেন বিধায়ক


মঙ্গলবার,০৩/০৪/২০১৮
876

উত্তর দিনাজপুর,ইসলামপুর:

দিল্লিতে হাসপাতালে বসেই যন্ত্রণার সঙ্গে রীতিমতো লড়াই করে রাজনৈতিক ভাবে পঞ্চায়েত নির্বাচনের দায়িত্ব পালন করছেন ইসলামপুরের বিধায়ক তথা পুরসভার চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল।সম্প্রতি সড়ক দুর্ঘটনায় জখম হওয়ার পর রায়গঞ্জ থেকে দিল্লিতে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ইসলামপুর বিধায়ক কানাইলাল আগরওয়ালা কে।দিল্লিতে হাসপাতালে বসেই করে চলছেন প্রার্থী বাছাই।

উল্লেখ্য, গত রবিবার ইসলামপুরে একটি অনুষ্ঠানের উদ্বোধন করে কানাইলাল আগরওয়াল গাড়িতে করে রওনা হন রায়গঞ্জের অপর একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেবার জন্য।করণদীঘি থানার বোতলবাড়ি এলাকায় দাঁড়িয়ে থাকা একটি লরির সাথে তার গাড়ির সংঘর্ষে গুরুতর জখম হন তিনি।রক্তাক্ত অবস্থায় গ্রামবাসীরা তাকে সেখান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য রায়গঞ্জের হাসপাতালে নিয়ে যান।সেখানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবার পর তাকে দিল্লি নিয়ে যাওয়া হয়।তবে তিনি চাইছিলেন দুদিনের জন্য বাড়ি ফিরে পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী বাছাই সহ কিছু গুরুত্ত্বপূর্ণ কাজ সেরে তারপর চিকিৎসার জন্য দিল্লি যাবেন।কিন্তু তা আর হলো না।শারীরিক পরিস্থিতির জন্য তাকে তাই তড়িঘড়ি নিয়ে যাওয়া হলো সেখানে।তবে পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হবার পর অনেক প্রার্থীই চেয়েছিলেন সরাসরি বিধায়ক কানাইলাল আগরওয়ালের সাথে যোগাযোগ করতেন।
কিন্তু তাদের সেই আশায় জল ঢেলে দিয়েছে এই অপ্রত্যাশিত দুর্ঘটনা।

তবে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ায় সেখানে অর্থাৎ হাসপাতালের বিছানায় শুয়েই জেলা পরিষদ,পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের প্রার্থী পদ চূড়ান্ত করছেন।

কানাইলাল আগরওয়াল এর ভাই ছত্তরমল আগরওয়াল জানান, এদিন কানাইলাল আগরওয়াল এর হিপ জয়েন্ট এর অপারেশন শুরু হয়েছে দিল্লির গঙ্গারাম হাসপাতালে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট