পঞ্চায়েত নির্বাচনে জিততে জেলা বিজেপির সফট্ টার্গেট নতুন প্রজন্ম


শনিবার,০৭/০৪/২০১৮
656

দক্ষিণ দিনাজপুরঃ ২০১৮ র রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি ভরসা রাখছে নতুন প্রজন্মের উপর। গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে ৬০ শতাংশ প্রার্থী যুবক। জানা গেছে, জেলা পরিষদের তিনজন প্রার্থীর বয়স ৪০ বছরের নিচে। যেখানে বিরোধী দলগুলি অভিজ্ঞদের উপর ভরসা রাখছে, সেখানে খানিকটা উলটো পথে হাঁটছে বিজেপ।

৫ মে দক্ষিণ দিনাজপুরে নির্বাচন। মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। জেলা পরিষদে ১৮টি, আটটি পঞ্চায়েত সমিতিতে ১৮৭টি এবং ৬৪টি গ্রাম পঞ্চায়েতে ৯৭৫টি আসন রয়েছে। সেখানে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে বেশিরভাগ রাজনৈতিক দল অভিজ্ঞদের উপরই বেশি ভরসা রাখছে। পাশাপাশি থাকছে কিছু নতুন মুখও। কিন্তু, একেবারে ভিন্ন পথে হাঁটছে বিজেপি। অভিজ্ঞদের থেকে তারা আবার নতুন প্রজন্মের উপরই বেশি ভরসা করছে। সেখানে ১৮ থেকে ৩০ বছর বয়সী প্রার্থীর সংখ্যা সবথেকে বেশি।

এবিষয়ে বিজেপির জেলা সভাপতি শুভেন্দু সরকার বলেন, তরুণ সমাজ এখন ছুটছে। তাই এবারের নির্বাচনে তরুণদের উপর বেশি ভরসা রাখছেন তাঁরা।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট