শুভ বিশ্বাস: সুনীল নারিনের ব্যাটিং এর সামনে দারাতেই পারলেন না কোনো বোলার।শুরু থেকেই মারমুখী মেজাজে দেখা যায় তাকে। যদি ও এই দিনের ম্যাচ নিয়ে প্রত্যাশা ছিল অনেক খানি।তা সহজেই পুরন করেছেন এই তারকা ক্রিকেটার। তার বোলিং জাদুতে এর আগেই নজর কেড়েছেন দর্শকদের।অন্য দিকে এই দিনের ম্যাচের হারার দায় নিজের কাঁধে তুলে নিয়েছেন অধিনায়ক বিরাট কোহলি। তিনি সাংবাদিক সন্মেলনে বলেন আমরা প্রায় ১৫-১৬ রান কম করেছিলাম।অন্য ম্যাচ গুলিতে তারা ঘুরে দারাবেন বলে আশাবাদী তারা।
সুনীল নারিনের ঝোড়ো ব্যাটিং এ, পরাজিত বিরাট শিবির
সোমবার,০৯/০৪/২০১৮
1776