সাহসিনী আলিয়া


মঙ্গলবার,১০/০৪/২০১৮
1865

বাংলা এক্সপ্রেস:
আগামী ১১মে মুক্তি পেতে চলেছে আলিয়া ভাট অভিনীত নতুন ও ভিন্ন ধারার ছবি “রাজি”। এই ছবিতে এক সাহসী ও চ‍্যালেঞ্জিং চরিত্রে  অভিনয় করেছেন আলিয়া। “ডিয়ার জিন্দেগি”, “হাইওয়ে”, “উড়তা পাঞ্জাব”_এর মত এক্সপেরিমেন্টাল ও চ‍্যালেঞ্জিং চরিত্রে সফল ভাবে নিজের অভিনয় দক্ষতাকে প্রতিষ্ঠা করার পর তাকে নিয়ে তার ভক্তদের আশা যেন আরও একধাপ এগিয়ে গিয়েছে।
“রাজি” তে এক ভারতীয় গুপ্তচরের ভূমিকায় দেখা যাবে আলিয়া কে। ১৯৭১ এর ঐতিহাসিক ভারত-পাক্ যুদ্ধের প্রেক্ষাপটে তৈরী ছবিটি। ছবিতে এক সাহসী ভারতীয় গুপ্তচরের ভূমিকায় অভিনয় করছেন আলিয়া। একইসঙ্গে এক কাশ্মীরি মেয়ে ও পাকিস্তানি অফিসারের স্ত্রী’র ভূমিকাতেও দেখা যাবে তাঁকে। ছবিতে আলিয়ার বিপরীতে অভিনয় করছেন ভিকি কৌশল।
‘রাজি’র পরিচালক মেঘনা গুলজার। প্রযোজনায় রয়েছেন বিনীত জৈন, করণ জোহর, হিরু জোহর, অপূর্ব মেহতার মতো নাম। সহ প্রযোজনা করেছেন প্রীতি সাহানি।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট