উত্তর দিনাজপুর,রায়গঞ্জ: ফের সাত সকালে ট্রাকের তলায় পিষ্ট হয়ে বলি হল এক মহিলা আজ সাকাল ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের সোহারই মোড় ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর। মৃত ওই মহিলার পরিচয় জানা যায়নি এমন কি ওই মৃত মহিলা কে এলাকায় আগে কোনও দিন তাঁকে দেখা যায়নি স্থানীয় সুত্রে খবর । মৃত দেহ জাতীয় সড়কের উপর পড়ে থাকার কারণে দীর্ঘক্ষণ জাতীয় সড়কে যান চলাচল অবরুদ্ধ হয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে রায়গাঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী
মৃত দেহ জাতীয় সাড়কে পরে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছায় রায়গঞ্জ থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে যানচলাচল স্বাভাবিক করে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
Auto Amazon Links: No products found.