রায়গঞ্জ : বেসরকারি বাসের ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো রায়গঞ্জ কর্ণজোড়া ফাঁড়ির অন্তর্গত মিশন মোড় এলাকায়। মৃত ওই ব্যক্তির নাম জোশেফ টুডু (৫৭)। মঙ্গলবার দুপুরে বাসের ধাক্কায় পেশায় ভ্যান চালক জোশেফ টুডুর মৃত্যুর পরেই উত্তেজিত জনতা ১০এ রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে তাঁদেরকে ঘিরেও বিক্ষোভ দেখাতে শুরুকরে স্থানীয়রা। দুর্ঘটনা এড়াতে ওই এলাকায় স্পিড ব্রেকার বসানোর দাবী জানান বিক্ষোভকারীরা। তাঁদের অভিযোগ, ওই রাস্তা দিয়ে দ্রুত গতিতে গাড়ি ছুটে চলার কারণে প্রায় দিনই ছোটখাটো দুর্ঘটনা ঘটেই থাকে। তবে আজ দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে একজনের।
বেসরকারি বাসের ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির
মঙ্গলবার,১০/০৪/২০১৮
451