১ লা বৈশাখ -বাংলা নববর্ষের মাস


বুধবার,১১/০৪/২০১৮
2247

শিলাজিৎ হালদার: বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ। বৈশাখ বাংলা নববর্ষের মাস। এই দিন থেকে বাঙালি-জীবনে নতুন বছরের সূচনা হয়। হয় নতুন জীবনের গোড়াপত্তন। বৈশাখের সঙ্গে বাঙালি-জীবনের একটা অতি ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বলা হয় বাঙালিদের নাকি বারো মাসে তেরো পার্বণ , পয়লা বৈশাখ তারই মধ্যে একটি । আর পার্বন মানেই নতুন করে ঘরদোর সাজানো , উপহার পাওয়া নতুন পোশাকে সেজে ওঠা । গ্রামে নবান্নের পর চাষিরা এ মাসে যেন কর্মক্লান্ত জীবনের মাঝে অনাবিল স্বস্তি ফিরে পায়। কাজের চাপ নেই। ক্ষেত-খামারে যেতে হবে না। গোলাতে ধান তোলা হয়ে গেছে। সুতরাং সম্পূর্ণ অবসর সময়। সকাল থেকে সন্ধ্যা হয়ে ওঠে উৎসবে মুখরিত। নববর্ষ – তার সাথে বাঙালিদের জন্য সাজিয়ে নিয়ে আসে নানা উৎসব এর মালা । এই দিন বাংলার দোকানিদের জন্য নিয়ে আসে শুভ হালখাতা অনুষ্ঠান , ব্যাবসায়ীরা তাদের দেনা পাওনার হিসাব সমন্বয় করে এইদিন হিসাবের নতুন খাতা খোলেন । নতুন আশা , নতুন উদ্দীপনা , নতুন প্রেরণার পাশাপাশি নববর্ষ আনে নতুন সাধনার প্রতিশ্রুতি । তাই বাংলার মানুষ হৃদয়ে অমৃত বাণী দিয়ে পহেলা বৈশাখকে বরণ করে হাসি মুখে আর সুরেলা কণ্ঠে বলে ওঠে –
“নিশি অবশান প্রায় ঐ পুরাতন বর্ষ হয় গত
আমি আজ ধুলি তলে জীর্ণ জীবন করিলাম নত ।
বন্ধু হও শত্রু হও যেখানে যে রও
ক্ষমা কর আজিকার মত
পুরাতন বরষের সাথে পুরাতন অপরাধ যত”।
রবীন্দ্রনাথ ঠাকুর

 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট