পহেলা বৈশাখ প্রকাশিত হচ্ছে সুবোধ সরকারের কাব্যগ্রন্থ ‘বৈশাখী ও ববডিলান’

ফারুক আহমেদ: কবি সুবোধ সরকার জানিয়েছেন, “পয়লা বৈশাখ রবিবার বিকেল ৫ টা থেকে ৬ টা আমি সিগনেটে থাকব। পয়লা বৈশাখেই ‘বৈশাখী ও ববডিলান’ এই কবিতার বইটি প্রকাশিত হবে।

৩৫ বছরে ৩১ টা কবিতার বই লিখেছি। এবারই জীবনে প্রথম পয়লা বৈশাখে আমার বই প্রকাশিত হল। আমি চির কৃতজ্ঞতা জানাই আনন্দ পাবলিশার্সকে। ‘ছি:’ থেকে ‘বৈশাখী ও বব ডিলান’, দীর্ঘ তিরিশ বছর তাঁরা আমার কবিতা প্রকাশ করেছেন। কত ছোট বেলায় আনন্দর চিঠি পেয়েছিলাম, তিনমাস ধরে পান্ডুলিপি তৈরী করে ভীরু পায়ে বাসে উঠে দুবার বাস পাল্টে কম্পমান হাতে জমা দিয়ে এসেছিলাম।
নতুন পান্ডুলিপি হাতে নিয়ে রাস্তায় দাঁড়ালে আজও আমার হাত কাঁপে।

দেখা হবে সিগনেটে চন্দনের বনে।
পয়লা বৈশাখ,পাঁচটায়।”
কবিতা পাগল পাঠকদের এই কাব্যগ্রন্থ ভাবনার আসমানে নিয়ে যাবেই এই প্রত্যয় নিয়ে সংগ্রহ করুন সমৃদ্ধ হবে মনের ক্যানভাস।

সম্প্রতি কবি সুবোধ সরকার-এর কাব্যগ্রন্থ ‘নট ইন মাই নেম’ আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন প্রখ্যাত ইংরেজ কবি টনি হিলিয়ার।

কবি সুবোধ সরকার-এর কাব্যগ্রন্থ ‘নট ইন মাই নেম’ আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন সম্প্রতি বিশিষ্ট অতিথিরা। কলকাতা প্রেসক্লাবে বিকেল ৫ টায় কবি সুবোধ সরকারের লেখা কাব্যগ্রন্থ “নট ইন মাই নেম” আনুষ্ঠানিক প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত ইংরেজ কবি টনি হিলিয়ার, প্রখ্যাত চিত্রশিল্পী শুভাপ্রসন্ন, জাতীয় পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ, সঞ্চালনায় ছিলেন সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়।

কাব্যগ্রন্থটি ইংরেজিতে অনুবাদ করেছিলেন জয়দীপ সারেঙ্গী। গ্রন্থপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকারর কথাছিল পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা মন্ত্রী মাননীয় ড. পার্থ চট্টোপাধ্যায়-এর জরুরি কাজে আটকে যাওয়াতে তিনি আসতে পারেন নি ওইদিন। অতিথির আসনে উপস্থিত থাকারর কথা ছিল প্রেসিডেন্সিপ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুরাধা লোহিয়ার তিনিও বিশেষ কাজে আটকে যাওয়াতে আসতে পারেন নি। তবু ওইদিন মূল্যবান বক্তব্য রাখেন প্রখ্যাত ইংরেজ কবি টনি হিলিয়ার, প্রখ্যাত চিত্রশিল্পী শুভাপ্রসন্ন, জাতীয় পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ প্রমুখ। সমগ্রভাবে গ্রন্থপ্রকাশ অনুষ্ঠানটি সঞ্চালনা করেছিলেন সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়। ‘নট ইন মাই নেম’ কাব্যগ্রন্থটি পাঠক মনে ঝড় তুলেছে ইতিমধ্যে। কাব্যগ্রন্থটির প্রকাশক নতুন দিল্লির “অথোরসপ্রেস।” কলকাতায় কাব্যগ্রন্থটি বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাচ্ছে।

পহেলা বৈশাখে আবার সুবোধ সরকার-এর নতুন কাব্যগ্রন্থ পাঠক মনে দাগ কটতে চলেছে।

admin

Share
Published by
admin

Recent Posts

সুন্দরী বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া: এক অভিনয়ীর সাহসিক পথ

বলিউডের স্বপ্নপূরণে সাহসের চেতনার প্রতীক পরিণীতি চোপড়া। টানা এক দশক ধরে চলচ্চিত্রে অভিনয় করছেন এই…

4 days ago

আমার মতো অনেকেই নিতম্ব দেখেননি : নোরা ফাতেহি

বলিউডের বোম্ব শেল, নোরা ফাতেহি, প্রথমে ছিলেন একজন আইটেম গার্ল। তিনি নাচের মাধ্যমে শুরু করেন…

4 days ago

পাঁচজনের সঙ্গে নেহা’র অতীত জীবন কেমন ছিল!

বলিউডের চলতি প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কক্কর। তিনি ১৯৮৮ সালের ৬ জুন উত্তরাখণ্ডে জন্মগ্রহণ করেন।…

4 days ago

তৃতীয় দফায় রাজ্যের চারটি লোকসভা কেন্দ্রে নির্বাচন

তৃতীয় দফায় রাজ্যের চারটি লোকসভা কেন্দ্রে নির্বাচন। মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ। এই…

4 days ago

নজরে মুর্শিদাবাদ, মাত্র দুটি কেন্দ্রে ১০০ কোম্পানি?
মুর্শিদাবাদের জন্য আর কি কি সতর্কতা নিচ্ছে কমিশন?

তৃতীয় দফায় ভোট রয়েছে মুর্শিদাবাদে। জঙ্গীপুর ও মর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের ভোটাররা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ…

4 days ago

অধীরকে গো ব্যাক স্লোগান, কমিশনে নালিশ কংগ্রেসের, জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব

মুর্শিদাবাদের নওদায় তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শেখ সফিউজ্জামান হাবিবের বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানালো কংগ্রেস। নওদায়…

4 days ago
https://www.banglaexpress.in/ Ocean code: