প্রথা ভাঙা


শনিবার,১৪/০৪/২০১৮
1577

॥ প্রথা ভাঙা ॥

ইজ্জত লুটিয়ে সিঁথিতে
আর কতবার লাশ হবি
বেশরম দেউড়িতে ?
যৌবন ফুটিয়ে হাঁড়ির মধ্যমায়
কি পেলি কনকাঞ্জলি মায়ায় ?
পণ জড়ানো ফাঁসে…
মালা পরলি শেষ নিঃশ্বাসে !

আর নয়…
প্রাণ-দিয়ায় কালি মাখিয়ে আর নয়
অ্যাসফাল্টের চাতালে
সন্ত্রাস লেখ্ কন্যাজন্মের দোঁহায় !
রতিসুখ আস্কারায়
জায়া নয়, জননী নয়…
যোনিপথ রুদ্ধ করে পাথুরে অঙ্গীকারে
সিঁথি খোল্ অপরিণীতা আঁচলে ।
শবদেহ অঙ্গারে জাগুক
অযোনিসম্ভূতা প্রাণ,
পৃথিবীর নতুন মেহমান !
তোর রক্ত উল্লাসে…
শেষ হোক শ্বাপদের হোরি খেলা
শেষ হোক পণপাশে’ কড়ি খেলা !

[ চিরাচরিত শিকারী প্রথা,
‘পণপ্রথা’ র বিনাশে আমার ভাবনা !… ]

……..রক্তকরবী ॥

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট