দুষ্কৃতী তান্ডব রায়গঞ্জে


সোমবার,১৬/০৪/২০১৮
623

বাংলা এক্সপ্রেস: নববর্ষের রাতের অন্ধকারে দুষ্কৃতী তান্ডব রায়গঞ্জে। বেশ কয়েক রাউন্ড গুলি চালিয়ে এলাকায় সন্ত্রাসের বাতাবরণ তৈরি করার অভিযোগ তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের দক্ষিণ সোহারই এলাকায়। এই ঘটনার পর এলাকার মহিলারা একজোট করে দুষ্কৃতীদের গ্রেফতারের দাবীতে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। রবিবার  গভীর রাতে ঘটনাটি ঘটে রায়গঞ্জ থানার দক্ষিণ সোহারই এলাকায়। জানা গেছে, মাঝ রাতে ওই এলাকায় কয়েকজন দুষ্কৃতী বেশ কয়েক রাউন্ড গুলি চালিয়ে এলাকা ছেড়ে চম্পট দেয়।এই ঘটনায় একজন আহত হয় ।আহত কে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়

এলাকাবাসীর অভিযোগ, শাসক দলের দুষ্কৃতীরা বিরোধী রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের মধ্যে ভয় ও সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে রাখার জন্যই এমন ঘটনা ঘটিয়েছে। রাতেই এলাকার বাসিন্দারা একত্রিত হয়ে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর সোমবার সকালে পুলিশ ফের তাঁদের ডেকে পাঠালে এলাকার মহিলারা একজোট হয়ে রায়গঞ্জ থানায় হাজির হয়। এলাকার মহিলাদের অভিযোগ,পঞ্চায়েত নির্বাচনের আগে বিরোধী প্রার্থীদের বেছে বেছে হুমকি দিচ্ছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এলাকায় আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে তারা। অবাধ এবং শান্তিতে ভোট করা, এলাকায় শান্তি প্রতিষ্ঠা করার জন্য পুলিশের কাছে দাবী জানানো হয়েছে। পুলিশ দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতার না করলে বৃহত্তর আন্দোলনে সামিল হবার হুমকি দিয়েছেন দক্ষিণ সোহারই এলাকার মহিলারা।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট