কাজী হাফিজুল,ভাঙড়ঃ স্বামী মদ খেয়ে এসে বাড়িতে অত্যাচার করতো আর তার প্রতিবাদ করায় গৃহবধূকে পিটিয়ে মেরে মুখে বিষ ঢেলে দেওয়ার অভিযোগ উঠলো স্বামীর বিরুদ্ধে । মৃত বধূর নাম মাসকুরা বিবি(২৪)। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভাঙড় থানার অন্তর্গত ঝিঁঝিঁরাইট গ্রামে। দশ বছর আগে চন্দনেশ্বর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তালদীঘি গ্রামের যুবতী মাশকুরার সঙ্গে ঝিঁঝিঁরাইটের বাসিন্দা আলাউদ্দিন লস্করের ছেলে সালাউদ্দিন লস্করের বিয়ে হয় । এই দম্পতির দুটি সন্তানও আছে । অভিযোগ সালাউদ্দিন প্রায়শই মদ খেয়ে বাড়িতে ফিরে অশান্তি করতোIস্বামীর মদ খেয়ে বাড়ি ফেরাটা কোন ভাবে মেনে নিত না মাশকুরা । আর সেই কারনেই পিটিয়ে খুন করে মুখে বিষ ঢেলে দেয় তারা । এদিকে সোমবার সকালে গৃহবধূর মৃত্যুর খবর পেয়ে বাপের বাড়ির লোকজন ঝিঁঝিঁরাইটে গিয়ে দেখে মাশকুরার মৃতদেহ বাড়ির সামনের উঠানে পড়ে আছে । যদিও ঘটনার পরপরই সালাউদ্দিন লস্কর সহ শ্বশুর বাড়ির লোকজন পলাতক ।এদিকে খবর পেয়ে ভাঙড় থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে । সেই সঙ্গে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
ভাঙড়ে গৃহবধূর খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে
মঙ্গলবার,১৭/০৪/২০১৮
581