স্কুলে প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে উঠলো যৌন নির্যাতন করার অভিযোগ


সোমবার,২৩/০৪/২০১৮
497

উত্তর দিনাজপুর,রায়গঞ্জ: চতুর্থ শ্রেণিতে পাঠরত দুই শিশুকে যৌন নির্যাতন করার অভিযোগ উঠল প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জের কর্ণজোড়া এলাকায়। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে কর্ণজোড়া ফাঁড়িতে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত।অভিযোগ, কর্ণজোড়ার এক সরকারি প্রাথমিক স্কুলে প্রায় মাসখানেক ধরে ২ জন চতুর্থ শ্রেণির শিশুকে ভয় দেখিয়ে স্কুলের ভেতরে লাগাতার যৌন নির্যাতন করেছে ওই স্কুলেরই এক শিক্ষক। ওই শিক্ষকের বিরুদ্ধে আরও অভিযোগ, সব ঘটনা ধামাচাপা রাখতে ওই শিশুদের প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়।

নির্যাতিতা শিশুদের পরিজনদের অভিযোগ, শুধু স্কুলের ভেতর ঘর বন্ধ করে নয়, স্কুল থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে বামুহা ঘাট এলাকায় নিয়ে গিয়েও ধর্ষণ করা হয় ওই দুই শিশুকে।জানা গেছে, ওই দুই শিশুর উপর যৌন নির্যাতনের ঘটনাটি প্রথম জানতে পারে নির্যাতিতার ভাই। সে ও ওই স্কুলেই প্রথম শ্রেণির ছাত্র। বাড়িতে ঘটনাটি জানানোর পর অভিভাবকরা অভিযোগ বিশ্বাস না করার ফলে প্রথম শ্রেণির ওই পড়ুয়াকে মারধর করাও হয়। এরপর ফের আরও একদিন অভিভাবকদের কাছে একই অভিযোগ করার পর তাঁদের সন্দেহ হতেই খোঁজ নেওয়া শুরু করেন তাঁরা। তারপরেই সমস্ত ঘটনা সামনে আসে।এই ঘটনায় কর্নজোড়া পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করে ওই দুই শিশুর পরিবার। পুলিশ ওই দুই শিশুকে শারীরিক পরীক্ষার জন্য রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত শিক্ষক পলাতক। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট