সোশ্যাল মিডিয়ার দৌলতে হারিয়ে  গেছে নানান  কবিতার আকারে দেওয়াল লিখন

পিয়া গুপ্তা ,উত্তর দিনাজপুর: একসময় ভোট এলে দেওয়ালে চোখ আটকে যেত আমজনতার। দেওয়াল লিখনে রাজনৈতিক দলের ছড়া বারবার পড়ে একরকম মুখস্থ করে ফেলতেন ভোটাররা কিন্তু,বর্তমানে সেই দেওয়াল লিখনে কৌতুক ছড়ারচল উঠে গিয়ে ভোটের প্রচারে সোশ্যাল মিডিয়ানজর কাড়ছে।একসময় ভোট প্রচারের অঙ্গহিসেবে দেওয়ালে লেখা ছড়া নিয়ে আলোচনায় পাড়ায় পাড়ায় ঠেক জমে উঠত এখন অবশ্য ভোটের ময়দানে সেসব নিয়ে তেমন চর্চা হয় না ।

নজরকাড়ার মতো ভোটের দেওয়ালে কোনওলেখা চোখেও পড়ে না তবে, কংক্রিট বা মাটিরদেওয়ালে জনতার চোখ  না থাকলেও সোশ্যালমিডিয়ার ওয়ালে টিপ্পনি দেখে পঞ্চায়েতনির্বাচনের আগে বেশ মজা পাচ্ছে জনগণ।

আটথেকে আশি সবাই তা উপভোগও করছে। সব রাজনৈতিক দলের কর্মকাণ্ড নিয়ে সোশ্যালমিডিয়ায় চলছে টিপ্পনি। প্রবীণ নেতারা বলেন, সাতের দশকে বিখ্যাতদেওয়াল লিখন ছিল, ‘দিল্লি থেকে এল গাই,বাছুর হল সিপিআই’। দেওয়ালে কমিউনিস্টদেরটিপ্পনি কেটে লেখা হতো ‘সিপিএমের দুটি কন্যা,একটি খরা অন্যটি বন্যা’। আবার, ‘দিনে চাঁদারাতে ফিস্ট, এরাই হল কমিউনিস্ট’।

আবার নির্বাচনের আগে গ্রাম বাংলার দেওয়াল ভরেউঠত ‘পাঁচ পয়সায় দুটি বিড়ি, জ্যোতিবাবুরগলায় দড়ি’। রাজনৈতিক মহলের মতে, আগে দেওয়াল লিখন দেখলে জনগণ ভোটের সময় মজা পেতেন। বিভিন্ন বিষয় নিয়ে ছড়া লেখাহতো। অনেক সময় হয়তো সব ছড়া তেমন অর্থবহন করত না। কিন্তু, তা পড়ে সব দলেরই কর্মী, সমর্থকরাহাসাহাসি করতেন। এখন অবশ্য দেওয়াললিখনে সেই কৌতুক নেই।বরং ভোট প্রচারেসর্বত্রই আক্রমণাত্মক মেজাজই দেখা যায়।ব্যক্তিগত আক্রমণ দেওয়ালে বেশি করে ফুটেওঠে।তবে, সোশ্যাল মিডিয়ার ওয়াল জনগণের মনজয় করছে।

জেলার এক প্রবীণ তৃণমূল নেতা বলেন, আটের দশকে আমরা নিজেরাই রাতজেগে ছড়া লিখতাম।দেওয়ালে বিরোধীদেরআক্রমণ করে কী লেখা হবে, তা নিয়ে সবারমধ্যে চর্চা চলত কিন্তু, এখন সেসব দিনকোথায়? জেলা বিজেপি নেতা বলেন, ছড়ারমধ্যে আলাদা মজা পাওয়া যেত।

admin

Share
Published by
admin

Recent Posts

সুন্দরী বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া: এক অভিনয়ীর সাহসিক পথ

বলিউডের স্বপ্নপূরণে সাহসের চেতনার প্রতীক পরিণীতি চোপড়া। টানা এক দশক ধরে চলচ্চিত্রে অভিনয় করছেন এই…

2 days ago

আমার মতো অনেকেই নিতম্ব দেখেননি : নোরা ফাতেহি

বলিউডের বোম্ব শেল, নোরা ফাতেহি, প্রথমে ছিলেন একজন আইটেম গার্ল। তিনি নাচের মাধ্যমে শুরু করেন…

2 days ago

পাঁচজনের সঙ্গে নেহা’র অতীত জীবন কেমন ছিল!

বলিউডের চলতি প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কক্কর। তিনি ১৯৮৮ সালের ৬ জুন উত্তরাখণ্ডে জন্মগ্রহণ করেন।…

2 days ago

তৃতীয় দফায় রাজ্যের চারটি লোকসভা কেন্দ্রে নির্বাচন

তৃতীয় দফায় রাজ্যের চারটি লোকসভা কেন্দ্রে নির্বাচন। মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ। এই…

2 days ago

নজরে মুর্শিদাবাদ, মাত্র দুটি কেন্দ্রে ১০০ কোম্পানি?
মুর্শিদাবাদের জন্য আর কি কি সতর্কতা নিচ্ছে কমিশন?

তৃতীয় দফায় ভোট রয়েছে মুর্শিদাবাদে। জঙ্গীপুর ও মর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের ভোটাররা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ…

2 days ago

অধীরকে গো ব্যাক স্লোগান, কমিশনে নালিশ কংগ্রেসের, জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব

মুর্শিদাবাদের নওদায় তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শেখ সফিউজ্জামান হাবিবের বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানালো কংগ্রেস। নওদায়…

2 days ago
https://www.banglaexpress.in/ Ocean code: