নন্দীগ্রামে নন্দীগ্রাম জুনিয়র হাইস্কুলে রান্না ঘরটি মেরামতের জন্য দাবি


সোমবার,২৩/০৪/২০১৮
541

রাহুল রায়: পূর্ব বর্ধমান কাটোয়া ব্লক নন্দীগ্রামে নন্দীগ্রাম জুনিয়র হাইস্কুলে যারা ইস্কুলে রান্না দায়িত্ব পালন করেন তারা ৬ জন মহিলা রাঁধুনী মিলে সুস্থ হবে ছাত্র ছাত্রীদের খাবার করেছেন ভাত, ডাল আর একটি তরকারি রাঁধুনিরা ভালোকরে পরিসেবা দেন তার ইস্কুলে মাস্টার মশাই কে দাবি করছেন রান্না ঘরটি চারিপাশে দেয়ালে ফাটল দেখা দিয়েছে রাঁধুনীরা বলেন পুনরায় রান্না ঘরটি মেরামতের জন্য দাবি জানান ইস্কুলে মাষ্টারমশাই কে নন্দীগ্রাম জুনিয়র হাইস্কুলে ৫ থেকে ৮ পর্যন্ত ছাত্র ছাত্রীরা পড়াশুনা করেন

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট