ইটাহার: এক যুবককে হত্যা করার অভিযোগে চাঞ্চল্য ছড়াল ইটাহারে। পতিরাজ জি পি সন্ধিয়া মৌজা গোয়াল দিগল ডাঙ্গা পুকুরে একটি বিলে একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি মৃত অবস্থায় পরে থাকতে দেখে এলাকাবাসীরা ভির করে। খবর পেয়ে ইটাহার থানার পুলিশ ঘটনাস্থলে যায় ।
জানা যায় যে ছেলেটির নাম যুগল সরকার বয়স হবে ১৮ থেকে ২০ মধ্যে পিতা ডাহারু সরকার বাড়ি সন্ধিয়া গ্রামে, বাড়ি থেকে ডিল ছোরা দুরত্ব ছেলের রক্তাত্ত মৃত দেহ ঘিরে বাড়ির লোকের অভিযোগ খুন করা হয়েছে। মৃত দেহ পুলিশ উদ্ধার করে রায়গঞ্জ জেলা হাসপাতালে মর্গে পাঠায়।
Auto Amazon Links: No products found.