সত্যজিৎ: সামান্য একটু বৃষ্টি আর তাতেই বেহাল অবস্থা ভাঙড়ের পোলেরহাট স্কুল রোড। জল জমে রুপ নিয়েছে পুকুরের। সে বিষয়ে স্থায়ী ব্যবসায়ী দের মধ্যে ক্ষোভ থাকলেও কেউই মুখ খুলতে চাইছে না। স্থায়ী প্রধান কোন মন্তব্য করেনি। হাকিমুল ইসলাম কে ফোন করলে প্রতিশ্রুতি দিয়েছেন।কিন্তু সমাধান অধরা। ফলে নিত্য যাত্রী, স্কুল ছাত্র ছাত্রী এমনকি ক্রেতা বিক্রেতারা নীরবে সহ্য করে চলেছে এই দুরভোগ। বিগত দিনে রাস্তার বেহাল অবস্থা নিয়ে পথ অবরোধে নেমেছিল পোলেরহাট হাই স্কুলের ছাত্র ছাত্রীরা, এবার কোন আন্দলনে সমস্যার সমাধান হবে সেদিকেই লক্ষ্য থাকবে
https://www.youtube.com/watch?v=utUAy58FLdk&feature=youtu.be
Auto Amazon Links: No products found.