সাদ্দাম হোসেন মিদ্দে, কোলকাতা : রমজানের আগে যাতে ভোট পর্ব শেষ হয় তার দাবী জানাল সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন।আজ রাজ্য নির্বাচন কমিশনের রাজ্য সদর দপ্তরে ফেডারেশনের এক প্রতিনিধি দল এই দাবীতে স্মারকলিপি জমা দেন। প্রতিনিধি দলে ছিলেন যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ কামরুজ্জামান সাহেব। এছাড়াও শীর্ষস্থানীয় অন্যান্য নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।
রমজানের আগে ভোটের দাবীতে কমিশনকে সংখ্যালঘু যুব ফেডারেশনের স্মারকলিপি
বৃহস্পতিবার,২৬/০৪/২০১৮
829

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: