“ইনডাকশান কয়েল” অবশেষে পাওয়া যাচ্ছে amazon.in এ


শনিবার,০৫/০৫/২০১৮
1608

বাংলা এক্সপ্রেস---

করিম আশানুলের মরমী উপাখ্যান “ইনডাকশান কয়েল” অবশেষে পাওয়া যাচ্ছে amazon.in এ। বহু মানুষের বহুদিনকার দাবি ছিল। ফেসবুকে যখন উপাখ্যানটির বিভিন্ন অধ্যায় ধারাবাহিক বের হচ্ছিল,তখন থেকেই পাঠকদের চাহিদা ছিল, কাহিনীচিত্রটি মলাটবন্দী হোক। সেটা করেছে কোলকাতার অকপট প্রকাশনী। গ্রন্থসত্ব: আবু আরশাদ আয়ুব ও অকপট প্রকাশনী। সুন্দর প্রচ্ছদটি এঁকেছেন তৌসিফ হক। প্রকাশ কাল: সেপ্টেম্বর ২০১৭। উদ্বোধন করেছেন শিল্পী সমীর আইচ, তারই বিরাটকায় ড্রয়িংরুমে। বইটিতে গ্রাম বাংলা ও দক্ষিণ ভারতের একটি লেকবহুল শহরের বর্ণনা ছবির মতো। বইটিতে “বিসমিল্লা”র বুৎপত্তি যেমন আছে, তেমনি আছে গীতার বাণীও। আর আছে পড়াশুনোর গুরুত্ব ও প্রেমের জয়গাণ।

সুদৃশ্য মলাট,ঝকঝকে ছাপা ও দারুণ গদ্যের স্টাইল এ বইটির আরেকটি শক্তিশালী দিক। গল্পের নায়ক রফিকের সাথে একাত্ম হতে হতে মনে হবে এই দু:সময়ে এমন একটি বইয়ের বড় প্রয়োজন ছিল। পরিযায়ী শ্রমিক রফিকের জীবন সংগ্রামে উত্তরণের কাহিনীটি অনেককে অনুপ্রেরিত করবে। বইটি পেতে অ্যামাজনের সার্চ বারে টাইপ করতে হবে: contemporary fiction: induction coil.

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট