পঞ্চায়েত নির্বাচনে কি রাজ্যের মুখ্যমন্ত্রীর স্বপ্নের সেফ ড্রাইভ সেফ লাইফ প্রকল্প ছাড় পেয়েছে ? যে সেফ ড্রাইভ সেফ লাইফ প্রকল্পকে নিয়ে উত্তরদিনাজপুর জেলার পুলিশ প্রশাসন রাতদিন নাওযা খাওয়া ভুলে শহর ও গ্রামের হেলমেট বিহীন যাত্রীদের শায়েস্তা করবার জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা নিয়েছিল। তা যেন বর্তমানে তার মর্যাদা হারিয়ে ফেলেছে।দেখে মনে হচ্ছে যেন এক যাত্রায় পৃথক ফলের মত ঘটনা ঘটে চলেছে।দীর্ঘদিন পুলিশ প্রশাসন শহর ও গ্রামের হেলমেট বিহীন বাইক আরোহীদের রাস্তায় আটক করে সেফ ড্রাইভ সেফ লাইফের গুরুত্ব কি তার পাঠ দেওয়া হলেও এই প্রকল্প যে কাগুজে বাঘ তা কয়েকদিন ধরে ভোটের প্রচারের চিত্র দেখলেই পরিষ্কার।জেলার অধিকাংশ জনগন বলেন তাহলে কি ভোটের বাইক মিছিলের জন্য আলাদা নিয়ম হয়েছে। প্ৰশ্ন সবার একটাই।সাধারণ মানুষের প্রশ্ন জেলার পুলিশ প্রশাসন শহরের রাস্তায় হেলমেট হীন বাইক আরোহীদের ধরবার জন্য অত্যন্ত তৎপরতা দেখালেও নির্বাচনের মিছিলে পুলিশ প্রশাসনের চোখের সামনে সয়ে সয়ে হেলমেট হীন বাইক আরোহীদের আনাগোনা দেখেও কেন তাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ব্যবস্থ্যা নিচ্ছেনা?
Auto Amazon Links: No products found.