রায়গঞ্জ ব্লকের টেনহরি এলাকায় তৃণমূলের হাতে আক্রান্ত বিজেপি প্রার্থী। ৬২ নম্বর বুথে ঘটনাটি ঘটেছে। রক্তাক্ত অবস্থায় আক্রান্ত বিজেপি প্রার্থীকে ভর্তি করা হয়েছে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে।
বিজেপি প্রার্থী মাধব দাস অভিযোগ করে বলেন, ভোট চলছিল। আচমকা ৪০-৫০ জন তৃণমূলের দুষ্কৃতী বোমাবাজি করে গুলি চালায়। আমি পালিয়ে যাওয়ার চেষ্টা করি। কিন্তু তার আগেই বোমার আঘাতে রক্তাক্ত হই। বেলা ১২টা পর্যন্ত সারা রাজ্যে মোট প্রদত্ত ভোটের হার ২৬ শতাংশ।
Auto Amazon Links: No products found.