হেমতাবাদ ব্লকের নওদাঁ গ্রাম পঞ্চায়েত এলাকার দরিমানপুর এলাকায় ব্যালট ছিনতাই ও বোমাবাজির অভিযোগে গণপিটুনিতে গুরুতর জখম দুই। আহতরা তৃণমূল সমর্থক বলে গ্রামবাসীদের অভিযোগ। আহতদের উদ্ধার করে প্রথমে হেমতাবাদ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে অবস্থা আশঙ্কাজনক থাকায় দুইজনকে রায়গঞ্জ সুপার স্পেশালিটি নিয়ে আসা হয়েছে। এলাকায় উত্তেজনা রয়েছে। এলাকাবাসী সূত্রে খবর, বুথের কাছে বোমা উদ্ধার হয়েছে। মেদিনীপুরের গড়বেতায় ৮০ ও ৯০ বছর বয়সের দুই বৃদ্ধা ভোট দিলেন। হেমতাবাদের ভানোইল এলাকায় বুথের কাছ থেকে উদ্ধার তাজা বোমা। এলাকায় চাঞ্চল্য। বুথে ঢুকে নির্দল প্রার্থীকে ধাক্কা দিয়ে বের করে দেওয়ার অভিযোগ তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে
Auto Amazon Links: No products found.