রাজারহাট আঞ্চলিক ব্রতচারী সমিতি, ১৩৭তম গুরুসদয় জন্ম দিবস উপলক্ষ্যে স্বেচ্ছার রক্তদান শিবির


মঙ্গলবার,১৫/০৫/২০১৮
976

সত্যজিৎ মন্ডল---

রাজারহাট আঞ্চলিক ব্রতচারী সমিতি, ১৩৭তম গুরুসদয় জন্ম দিবস উপলক্ষ্যে স্বেচ্ছার রক্তদান শিবিরের আয়োজন করেন। এবছর ৪১তম বর্ষ রক্তদান শিবিরের। পাশাপাশি ১৮তম মেধা সন্ধান পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও অনুষ্ঠিত হয়। রক্তদান উৎসবের সূচনা করেন মাননীয়া শ্রীমতী সুচেতা রায়,সহ-অধিনেতা, রাজারহাট আঞ্চলিক ব্রতচারী সমিতি এবং প্রধান শিক্ষিকা,অম্বিকা সৌদামীনি বালিকা বিদ্যালয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাননীয় কবি সামসুজ্জামান । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী মাননীয় শ্রী প্রদীপ রায় এবং শ্রী অসিত চট্টোপাধ্যায় মহাশয়। মাননীয় শ্রী প্রদীপ রায় গুরুসদয় দত্তের জীবনী নিয়ে আলোচনা করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন এবং গুরুসদয় দত্ত ও রবীন্দ্রনাথের সম্পর্ক তুলে ধরেণ কবি সামসুজ্জামান। রক্তদান আন্দোলন এবং ব্রতচারী আন্দোলন নিয়ে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী মাননীয় শ্রী অসিত চট্টোপাধ্যায়। রক্তদান শিবিরে ৬জন মহিলা সহ মোট ৩০জন রক্তদাতা রক্ত দান করেন। এদিন ব্রতচারী প্রত্রিকা প্রকাশ করাও হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় অংশে বৈকাল ৪-০০টায় অনুষ্ঠিত হয় মেধা সন্ধান পরীক্ষা -২০১৭ এর পুরস্কার বিতরণ । এই সভায় সভাপতিত্ব করেন মাননীয় শ্রী শঙ্খ ভট্টাচার্য,সহ-সভাপতি, রাজারহাট মেধা সন্ধান পরীক্ষা কমিটি ও প্রধান শিক্ষক ,রাইগাছি হাই স্কুল। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাননীয় অধ্যাপক তপন মোহন চক্রবর্তী। সমিতির সম্পাদক রণজিৎ মণ্ডল মহাশয় জানান ব্রতচারী থেকে লব্ধ জ্ঞান জন সম্মুখে প্রকাশ করে সাধারণ মানুষকে শিক্ষা কৃষ্টি কালচার মুখি করার আমাদের মূল লক্ষ্য।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট