নির্বাচন কমিশন সূত্রের খবর,বুধবার ১৬ই মে প্রায় ৫৬৮ বুথে ফের ভোটগ্রহণ হতে চলেছে


মঙ্গলবার,১৫/০৫/২০১৮
1354

বাংলা এক্সপ্রেস---

ভোট হলেই বাংলায় মাটিতে ঝরে লাল রক্ত। উৎসব প্রিয় ভোটের বলি হয় ভোটাররা।এবারের পঞ্চায়েত নির্বাচনেও এই একই ছবিই ধরা পড়ল রাজ্যের বিভিন্ন জায়গায়।বুথ দখল,বোমাবাজি,গুলির বর্ষণ,ব্যালট পোড়ানো এইসব অভিযোগ নিয়ে ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে দফায় দফায় নালিশ জানিয়েছেন বিরোধীরা।এই নালিশের ভিত্তিতেই আশঙ্কা ছিলই যে রাজ্যে ফের হতে পারে পুনঃনির্বাচন।এই আশঙ্কাই সত্যি হল।নির্বাচন কমিশন সূত্রের খবর,বুধবার ১৬ই মে প্রায় ৫৬৮ বুথে ফের ভোটগ্রহণ হতে চলেছে।

কার্যত অশান্তির পরিবেশের মধ্যে সমবার১৪মে সম্পন্ন হয় এবারের পঞ্চায়ের ভোট।ভোটের দিনে বলি হয়েছেন এখনও পর্যন্ত বলি হয়েছেন ১৮জন।কমিশন সূত্রের আরও খবর,ভোট পর্ব নিয়ে মোট ১হাজরের বেশি অভিযোগ জমা পড়েছে।সমস্ত দিক খতিয়ে দেখেই সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।বর্তমানে এই ৫০০টি বুথেই পুনঃনির্বাচন হবে বলে খবর রয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট