ভাঙড়ে পুনঃনির্বাচন দাবিতে মিছিল জমি কমিটির


মঙ্গলবার,১৫/০৫/২০১৮
1236

কাজী হাফিজুল---

ভোটের দিন নির্বাচন জুড়ে গোটা রাজ্যে জুড়ে যে অশান্তি চিত্র দেখা দিয়েছে ।তার মধ্যে ভাঙড়ের পাওয়ার গ্রিড বিরোধী জমি কমিটির ভোট নজর ছিল গোটা রাজ্যবাসীর।সকাল থেকেই বুথ দখল করে আরাবুল বাহিনী আর পুলিশ নিরব দর্শকের ভূমিকা পালন করে । শুধু বুথ দখল নয় অপহরণ করেছে জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির প্রার্থী মহঃ এন্তাজুল খানের পোলিং এজেন্ট শেখ আজিম, আকবর মোল্লা ও শেখ জয়নাল আবেদিনকে। তারা বর্তমানে ১০ দিনের পুলিশী হেফাজতে আছে ।এমনই অভিযোগ জমি কমিটির ।

তারই প্রতিবাদে মঙ্গলবার বিকেলে ৮৯, ৯০,১০০,১০১,১০২নং বুথে সরাসরি রিগিং পরিচালনা করে কাশীপুর থানার অফিসার ইন চার্জ বিশ্বজিত ঘোষ ।অভিযোগ জমি কমিটির ।

https://youtu.be/37uqK6hdgNU

পুলিশ সূত্রে কোনো প্রতিকৃরিযা পাওয়া যায়নি । জমি কমিটির অন্যতম নেতা মিজা হাসান বলেন , “আমরা প্রশাসনের কাছে আস্থা হারিয়েছি, শুধু নিরব দর্শক হিসেবে কাজ করেছে, তাই পাঁচটি বুথে আবার ভোট চাই ।” এদিন মিছিলে হাজার হাজার গ্রামবাসী উপস্থিত ছিলেন ।এদিন শাসক দলের নেতার কোন প্রতিকৃরিযা পাওয়া যায়নি ।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট