ক্রিকেটের নন্দন কাননে মহারন


মঙ্গলবার,১৫/০৫/২০১৮
1437

শুভ বিস্বাস---

আজ ইডেনে মুখোমুখি নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস।সব মিলিয়ে বাড়তি উত্তেজনা রয়েছে এই ম্যাচ ঘিরে।দুটো দল মুখিয়ে রয়েছে প্লেওফের যাওয়ার জন্য,দুটো দল নিজের সেরাটা দিতে প্রস্তুত।এই বছরের অন্যতম হাইভোল্টেজ ম্যাচ এটি।বাটলার এর চওড়া ব্যাটে ভর করে রাজস্থান ১০০ গন্ডি টপকায়।শুরুটা ভালো হলেও একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে যায় রাজস্থান দল।স্পিনার দের দাপটে ধরাশায়ী রাজস্থান শিবির।বড় রানের লক্ষ্য পোঁছতে বাধা হয়ে দারায় স্পিনার রা।অন্যদিকে কে কে আর দলের অধিনায়ক এর ক্যপ্টেন্সি ছিল অসাধারণ। তবে নারিন এর ঝোড়ো ব্যাটিং ভর করে কে কে আর প্রথম অভারে ২১ রান তোলে।রাজস্থান বোলিং লাইন আপ যথেষ্ট শক্তিশালি। এখন কে কে আর দলের স্কোর ৩ উইকেট এ ৭১.

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট