“নাইট শিবির কি পোঁছতে পারবে প্লে অফে” জানতে হলে প্রতিবেদন টি পড়ুন


মঙ্গলবার,১৫/০৫/২০১৮
2024

শুভ বিস্বাস---

কে কে আর এখন পয়েন্ট টেবিলে ৩য় স্থানে।তাদের প য়েন্ট ১২,অন্যদিকে তারা পরপর মুম্বাই ইন্ডিয়ান্স এর সাথে দুটি ম্যাচ হেরে গিয়ে চাপে পড়ে যায় নাইট শিবির।তবে মুম্বাই ইন্ডিয়ান্স রাজস্থান এর কাছে হেরে গিয়ে আবার আশা আলো দেখতে পায় নাইট শিবির।কিন্তু প্রতিটা ম্যাচ জিততে হবে কে কে আর দলকে। বোলিং লাইন আপ নিয়ে চিন্তিত কে কে আর দল কারন তারা বড় রানের স্কোর করেও ম্যাচ হারতে হয়েছে তাদের কে। তাই বোলিং লাইন আপ আরো শক্তিশালী করে তুলতে মরিয়া। তবে আজকের ম্যাচ তাদের কে জিততেই হবে।তাহলে তারা পয়েন্ট টেবিলে আরো উঁচুতে চলে আসবে।ব্যাটিং লাইন আপ যথেস্ট শক্তিশালী তাদের চওড়া ব্যাটিং ভরসা প্লে অফে যাওয়ার জন্য।অন্যদিকে কে কে আর দলের অধিনায়ক দীনেশ কার্তিক এর ক্যাপ্টেন্সী নিয়ে প্রশ্ন চিহ্ন থাকলেও।তার দুরন্ত প্রত্যাবর্তন কে কে আর দলের আশা ও ভরসা।তাই সব মিলিয়ে সুবিধাজনক অবস্থায় কে কে আর শিবির। পরের ম্যাচ গুলিতে যদি জ্বলে উঠতে পারবে কি না সেটাই দেখার।প্লে অফের রাস্তা সহজ করতে টিমগেম খুব জরুরী। তা বলার অপেক্ষা রাখে না।

Affiliate Link কলকাতার খবর | Kolkata News
Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট