রবিবার সকালে ভাঙড়ের নতুন এক বিজয় মিছিল দেখল সাধারণ মানুষ


রবিবার,২০/০৫/২০১৮
591

কাজী হাফিজুল---

রবিবার সকালে ভাঙড়ের নতুন এক বিজয় মিছিল দেখল সাধারণ মানুষ ।বিজয় মিছিলটি ছিল দীর্ঘ প্রায় দুই বছর ধরে চলা ভাঙড়ে পাওয়ার গ্রিড বিরোধী জমি আন্দোলনকারীদের । ভাঙড়ের দাপটে নেতা আরাবুল ইসলামের খাস তালু তে হোয়াইট অ্যাপের মাধ্যমে নমিনেশন জমা দিয়ে ভোটে লড়ে রীতি মত খুশি জমি কমিটি।

পাওয়ারগ্রিড লাগোয়া মাছিভাঙা গ্রাম থেকে মিছিল বার হয়ে নতুনহাট, উত্তর গাজিপুর,দক্ষিণ গাজীপুর, মিদদেপাড়া, উরিযাপাড়া, টোনা, বকুলটোলা পদ্মপুকুর হয়ে খামারআইট মোড়ে এসে মিছিল শেষ হয় ।মিছিলে হাজার হাজার গ্রামবাসী সামিল হয।মিছিল থেকে আওয়াজ ওঠে

১) শহিদ আলমগীর,মফিজুল,হাফিজলের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তি ৷

২)সকল শহিদ পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরন ৷

৩) গ্রেপ্তার হওয়া সমস্ত আন্দোলন কারীদের অবিলম্বে মুক্তি দিতে হবে ।

জমি কমিটির অন্যতম নেতা মিজা হাসান বলেন, “এ জয় মানুষের জয়, সাধারণ মানুষের জয়।”

আরাবুল পুত্র হাকিমুল বলেন, এ জয়ে আনন্দ উল্লাস করার কিছু নেই, আববা (আরাবুল) ফিরলে এর থেকে বড় বিজয় মিছিল করব আমরাই ।

জমি রক্ষা কমিটির জয়ী দের অভিনন্দন জানাতে আছে ভারতী মুত্সুদ্দি (বিশিষ্ট আইনজীবী) , আইনজীবী অজয় দত্ত, কিন্নর রায় , নাট্যকার শ্যামল ভট্টাচার্য , সমাজসেবি সুমিত ভট্টাচার্য , শিলপী পার্থ প্রিয় চ্যাটার্জি সহ বিশিষ্ট ব্যক্তিবগ ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট