চেন্নাই সুপার কিংস বনাম হায়দ্রাবাদের খেলায় আবার চেন্নাই জয়ী হল। ১৪০ রান করে হায়দ্রাবাদ চেন্নাইকে একটা বড়ো সড়ো চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিল। এমনকি ম্যাচের শেষ সময়েও সবাই ভেবে ছিল হায়দ্রাবাদ ই জয়যুক্ত হবে । শেষ তিন ওভারে চেন্নাইকে জিততে হলে ৪৩ রান করতে হতো। তারপর চেন্নাই দুঃসাহসিক পরাজয়কে হার মানিয়ে শেষ ওভারের ৫ বল থাকতেই জয়ী হল। এই জয়ের সাথে সাথে চেন্নাই ফাইনালে পদার্পন করলো।
চেন্নাই জয়ী হল
বুধবার,২৩/০৫/২০১৮
4231
সুদীপ্ত রায়---