“রুনানুবন্ধ” ফিল্মের ট্রেলার লঞ্চ


বুধবার,২৩/০৫/২০১৮
1650

বাংলা এক্সপ্রেস---

বাংলা সিনেমা বা হিন্দি, রকমারি মুভি ট্রেলার সিনে প্রেমীদের আকর্ষণের বিষয়। যদি কোটি টাকার বাজেট হয় তাহলেতো কোন কথায় নেই। লক্ষ লক্ষ ভিউয়ার। কিন্তু কিছু সিনে প্রেমী মানুষ আছেন,যারা নিজেদের ব্যক্তিগত কর্মজীবিনের বাইরে যতটুকু সময় পায়,সেই সময়েই মেতে থাকেন সিনেমা নিয়ে। অদম্য পরিশ্রম, ভালোবাসা, নিষ্ঠা, একাগ্রতা ও সর্বপরি নিজের অর্থব্যয় করে ভালো কিছু সিনেমা উপহার দেওয়ার চেষ্টা করে চলেছে। অমর্ত্য ভট্টাচার্য তাদেরই মধ্যে একজন অন্যতম। অমর্ত্য ভট্টাচার্যের একটি ফিচার ফিল্মের ট্রেলার বাংলা এক্সপ্রেস এর দর্শকের জন্য।
এবার দেখার অসাধারণ সংলাম, বিষয় ভাবনা, সিনেমাটোগ্রাফি সিনে প্রেমী দের মন কাড়ে কিনা।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট