নিকাশি ব্যবস্থা না থাকায় জলমগ্ন হয়ে পড়েছে উত্তর দিনাজপুর জেলার ইটাহার


বুধবার,৩০/০৫/২০১৮
618

বাংলা এক্সপ্রেস---

নিকাশি ব্যবস্থা না থাকায় জলমগ্ন হয়ে পড়েছে উত্তর দিনাজপুর জেলার ইটাহার ।বুধবার  নিকাশি ব্যাবস্থার দাবিতে  ইটাহার-চাঁচল রাজ্যসড়ক অবরোধ করেন গ্রামের বাসিন্দাদের। তবে ঘন্টার পর ঘন্টা পথ অবরোধ হয়ে থাকলেও হেলদোল দেখা যায নি প্রশাসনের ফলে ক্ষোভ প্রকাশ করেন গ্রাম বাসীর।উল্লিখিত উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের থানামোড় এলাকায় নিকাশি ব্যাবস্থা না থাকায় দীর্ঘ দিনের ক্ষোভ বাসিন্দাদের ।এরই মধ্যে সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ে ইটাহারের বহু জায়গা । সামান্য কিংবা ভারি বৃষ্টি হলেই হলেই রাস্তায় জল জমে থাকে সাত থেকে আটদিন। ফলে যান চলাচলে বহু সমস্যায় পড়তে হয সাধারণ মানুষকে। যানবাহন না পেয়ে অনেক সময় হেঁটেই রাস্তা পার হতে হয বাসিন্দাদের ।ফলে দীর্ঘ দিনের এমন পরিস্থিতি নাজেহাল গ্রাম বাসীরা একত্রিত হয়ে সকাল থেকে ইটাহার রাজ্য সড়ক অবরোধ করেন।

অবরোধকারী গ্রাম বাসীদের দাবি, পঞ্চায়েত সমিতি বা প্রশাসন নিকাশি ব্যাবস্থা না করে দেওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাবেন তারা । গ্রাম বাসীরা জানান এলাকার দীর্ঘ দিন ধরে কোন  নিকাশি ব্যবস্থা না থাকায় বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে পড়ে পুরো এলাকা।দিনের পর দিন জল আটকে থাকে সড়ক গুলিতে । এই জলাবদ্ধতায় নাগরিক দুর্ভোগের পাশাপাশি ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ সকলে পড়েছেন আর্থিক ক্ষতির মুখে।তাই তারা এই পথ অবরোধে সামিল হয়েছেন ।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট