বাসে মাদক খাওযায সব লুট


রবিবার,০৩/০৬/২০১৮
493

বাংলা এক্সপ্রেস---

মাদক খাইয়ে সহযাত্রীর সর্বস্ব লুটের ঘটনা ঘটল সরকারি বাসে। অচেতন ওই যাত্রীকে উত্তর দিনাজপুর  রায়গঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। হাসপাতালের চিকিৎসায় জ্ঞান ফেরার পর ওই ব্যাক্তির কাছ থেকে পুলিশ জানতে পারে তার নাম মহম্মদ মইচ। তার কাছে থাকা মোবাইল ফোন ও ৪৩০০ টাকা খোয়া গিয়েছে।

স্থানীয়সূত্রে জানা গিয়েছে,  শিলিগুড়ি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের বাস ডিপো থেকে শিলিগুড়ি-বহরমপুরগামী সরকারি বাসে চেপে কিশানগঞ্জে আসছিলেন মহম্মদ মরিচ নামে এক ব্যাক্তি। কিশানগঞ্জ চলে আসার পরে ওই ব্যাক্তিকে বাস কন্ডাক্টর ওই যাত্রীকে ডাকাডাকি করলেও কোনভাবেই তাকে ওঠানো যায়নি। প্রাথমিকভাবে তাকে শুশ্রূষা করার চেষ্টা করেও তার সাড়া পাননি। এরপর বাস কন্ডাক্টর বাসসহ তাকে রায়গঞ্জ ডিপোতে নিয়ে আসেন। খবর দেওয়া হয় রায়গঞ্জ থানার পুলিশকে। পুলিশ ও বাসের কর্মীরা তাকে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। হাসপাতালে  চিকিৎসার পর জ্ঞান ফিরলে পুলিশ জানতে পারে অচেতন ওই যাত্রীর নাম মহম্মদ মরিচ। তার কাছে থাকা মোবাইল ফোন ও নগদ ৪৩০০ টাকা খোয়া গিয়েছে। বাস কন্ডাক্টর অশোক দাস জানিয়েছেন, কেউ ওই ব্যাক্তিকে মাদক খাইয়ে অচেতন করে তার সর্বস্ব লুট করে নিয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট